‘নিরাপত্তায় সন্তুষ্ট সিএ প্রতিনিধিদল’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৬ জুলাই ২০১৭ , ০৯:০৭ এএম


‘নিরাপত্তায় সন্তুষ্ট সিএ প্রতিনিধিদল’

আমরা তাদের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিতে চেয়েছি। তারা আমাদের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট। আশা করি, নির্ধারিত সূচি অনুযায়ী সফরটি হবে। বললেন, পুলিশের আইজি এ কে এম শহীদুল হক।

বিজ্ঞাপন

দু’দিনের সফরে ঢাকায় এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধি দল। এর প্রথম দিন (মঙ্গলবার) পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সিএ’র দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের দলটি।

বৈঠক শেষে এ আশার বাণী শোনান তিনি।

বিজ্ঞাপন

আগস্ট ও সেপ্টেম্বরে দু’টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। অবশ্য সিরিজটি হওয়ার কথা ছিল ২০১৫ সালের অক্টোবরে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে সেই সফর বাতিল করে দলটি। এবার বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়া বোর্ড-ক্রিকেটারদের দ্বন্দ্বে তা অনিশ্চয়তায় পড়েছে।

তবে এর মধ্যেও সিএ’র প্রতিনিধি দলের বাংলাদেশে আগমনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে বিসিবি।

সফরের প্রথম দিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমনেসিয়াম, একাডেমি ভবন, মাঠ ও ইনডোর এবং ফতুল্লা স্টেডিয়াম ঘুরে দেখেছেন প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনা করেছেন বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। তবে নির্ধারিত সময়ে সফর হবে কি না-এ ব্যাপারে এখনো তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করবেন সিএ’র প্রতিনিধিদল। বৃহস্পতিবার ফিরে যাবে।

বিজ্ঞাপন

নির্ধারিত সূচি অনুযায়ী, ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। চট্টগ্রামে ২২-২৪ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে সফরকারীরা। ২৭-৩১ আগস্ট চট্টগ্রামে হবে সিরিজের প্রথম টেস্ট। ৪-৮ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায়।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission